তরুণদের সম্পৃক্ত করে আরপিএ এবং আইআর ফোর সমন্বয়ের পরামর্শ

৬ জুন, ২০২০ ১৬:১৯  
ডেটা বিশ্লেষণের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ৯০-৯৫ শতাংশ ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত দিতে সক্ষম। তবে  এক্ষেত্রে উদ্যেশ্য চালিত মান সম্পন্ন ডেটাসেট তৈরি এবং ডেটার উৎসের ওপর ডেটাবিজ্ঞানীদের কড়া নজর রেখেই মেশিন লার্নিং অ্যালগরিদম ব্যবহার করতে হবে। ‘কোভিড ১৯ মহামারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা’ নিয়ে অনুষ্ঠিত  ওয়েব আলোচনায় মূল প্রবন্ধে এসব কথা তুলে ধরেন ড্যাফেডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. সৈয়দ আক্তার হোসাইন। দেশের প্রযুক্তিবোদ্ধাদের অংশগ্রহণে  শনিবার দুপুরে সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এই প্যানেল আলোচনা সভা। সভায় অংশ নেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব বিকর্ণ কুমার ঘোষ, শাহজালাল ইসলামি ব্যাংকের এএমডি এসএম মাইনুদ্দিন চৌধুরী এবং প্রথম আলোর যুগ্ম ফিচার সম্পাদক পল্লব মোহাইমেন। দেশে এআই এর প্রয়োগ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সৈয়দ আক্তার হোসাইন বলেন, ব্যক্তিগত সুরক্ষা এবং ডেটানীতি ভঙ্গ ঠেকাতে এআই অ্যালগরিদম নীতিমালা গ্রহণ করতে হবে। শুধু পর্যাপ্ত ডেটাই যথেষ্ট নয়।প্রয়োজন মানসম্মত ডেটা। এবং এমন একটি কাঠামো গড়ে তোলা যেন তা স্বয়ংক্রিয় ভাবেই ডেটা উৎপাদন করতে পারে। গবেষণা ও উন্নয়নের মাধ্যমেই এই কাজ বাস্তবায়ন করতে হবে। আর এই কাজে বিশেষ করে তরুণদের সম্পৃক্ত করে রোবটিক প্রসেস অটোমেশন বা আরপিএ এবং চতুর্থ শিল্প বিপ্লবের সঙ্গে এই নীতি সমন্বয়ের তাগিদ দিয়েছেন তিনি। এর মাধ্যমে একটি ট্রু আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্ট সিস্টেম গড়ে তোলার পরামর্শ দেন এই এআই বিশেষজ্ঞ।